জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর শাখার ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা দিয়ে- তাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে জামায়াতের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় তিনি আগামী ১৯ জুলাই রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান। সমাবেশে বরিশার মহানগর জামায়াতের নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments