মোটরসাইকেলের গতির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন দুই ভাই

সময় বাঁচাতে তাড়াহুড়ো করে মোটরসাইকেলের গতির নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন চাঁদপুরের মতলব দক্ষিণের বাইক আরোহী মামাতো ফুফাতো ভাই। যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
৫ জুলাই শনিবার মরদেহ নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলেন, চাঁদপুরের মতলব দক্ষিণের বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহমুদুল হাসান(৩১) এবং আরেকজন একই উপজেলার কাশিমপুর গ্রামের মেহেদী (৩০)।এদের মধ্যে মাহমুদুল হাসান টেক্সটাইল ইন্জিনিয়ারে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতেন।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর দড়িবাউশিয়া এলাকায় ৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিশা নামের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটির সামনের অংশ কে ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে দেয়। মূলত মোটরসাইকেল আরোহীরাই তাড়াহুড়ো করে দ্রুত গতিতে গাড়ী চালাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্যজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করে। পরে লোকজন ঘাতক বাসটিকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ দুই বাইক আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিশা বাসটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল আরোহী একজন স্পষ্টেই মারা গেছে। আরেকজন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Comments