পেকুয়ায় সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে বিক্ষোভ, জাফরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার!
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পেকুয়া উপজেলার স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।এতে জাফরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার!
জানা গেছে,জাফর আলমের বিরুদ্ধে ভূমি দখল, বিএনপির নেতাকর্মীদের হত্যা এবং ভোট কেন্দ্রে ডাকাতি সহ নানা অভিযোগের ঘটনায় মোট ৩ টি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির। সাত দিনের রিমান্ডের জন্য জাফর আলমকে গতকাল সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জাফর আলম কে পেকুয়া থানায় আনার পর আজ সকালে জাফর আলমের শাস্তির দাবিতে পেকুয়া উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনসাধারণের বিক্ষোভ মিছিল করেছে।
অপরদিকে পেকুয়া থানা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর বাড়ির কাছে হওয়ায় জাফরের নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার পরিবারের সদস্যরা।
জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সাত দিনের রিমান্ডের জন্য পেকুয়া থানায় আনা হয়েছে। তাঁর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comments