দুই অসহায় নারী ও ২ যুবককে আত্মনির্ভরশীল করতে সহায়তা প্রদান

বরিশাল নগরীর দুই অসহায় নারী ও ২ যুবককে আত্মনির্ভরশীল করতে অর্থ সহায়তা, সেলাই মেশিন ও ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে ইভেন্ট ৮৪ এর উদ্যোগে এ সহায়তা প্রদান করে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইভেন্ট ৮৪ এর আহŸায়ক ও বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
সাজ্জাদ পারভেজ বলেন, সোবাহান (ছদ্মনাম) নামে এক মাদকাসক্ত ছেলেকে বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রে রেখে সুস্থ করে ব্যবসা করতে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সাবরিনা নামে এক নারীকে চা কফি বিক্রির উপকরণসহ পূজি তুলে দেওয়া হয়েছে। নাসরিন আকতার মনি নামে আরেক নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নগরীর বাংলাবাজারের সবজি বিক্রেতা শফিকুল ইসলামের চিকিৎসা সহায়তা হিসাবে জেলা প্রশাসনের উদ্যোগে ৫ হাজার এবং ইভেন্ট ৮৪ এর উদ্যোগে ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে শতাধিক অসহায় ব্যক্তি আত্মনির্ভরশীল হয়েছে।
Comments