বিএমপির পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

বরিশালে অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এসময় তাদের দু'জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট।
সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত বিএমপির গোয়েন্দা শাখা, এয়ারপোর্ট এবং কোতয়ালী মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিএমপি'র মিডিয়া সেল জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাঘিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় ওই এলাকার রাজ্জাক খান সড়ক থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম আকনকে (৪০) গ্রেফতার করেন তারা।
জসিম বাঘিয়া আকনবাড়ির আশরাফ আলী আকনের ছেলে। প্রায় দশ বছর পূর্বে একই এলাকার শাহপরান সড়কের এক ভাড়াটিয়া বাসিন্দাকে পিরোজপুরের নাজিরপুর নিয়ে হত্যা করে তার রিকশা ছিনতাই করে। ওই ঘটনায় নাজিরপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জসিম আকনসহ চারজনের যাবজ্জীবন সাজা হয়।
তাদের মধ্যে খোকন মোল্লা নামের একজন সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে কারাগারে রয়েছে। এছাড়া হিরু মিয়া নামের অপর আসামি অসুস্থতার কারণ দেখিয়ে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। তবে মামলার সাজাপ্রাপ্ত এবং প্রধান আসামি এখনো আত্মগোপনে রয়েছে। স্থানীয়দের দাবি- গ্রেফতার জসিম মানসিক ভারসাম্যহীন দাবি করে ইতোপূর্বে নিজ এলাকাতেই বসবাস করে আসছিলেন। পাশাপাশি বাড়ির পার্শ্বে একটি চায়ের দোকানও ছিল তার।
অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদ স্মরণি লেনে অভিযান চালায় বিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। এসময় সেখানকার শামীম আহমেদের শামীম টাওয়ার নামক পাঁচতলা ভবনের ছাদের পশ্চিম পাশের রুম থেকে ৫০ পিস ইয়াবাসহ বাদল হাওলাদার (৩১) কে আটক করেন তারা। আটক বাদল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে।
এছাড়া সোমবার রাত ১১টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে পোর্টরোড সড়কে ভূমি অফিসের সামনে 'স্বাগতম' নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা। এসময় হোটেলের অফিস কক্ষ থেকে সাগর মোল্লা ওরফে শফিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করা হয়।
পরে তল্লাশি করে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা। আটক সাগর মোল্লা ওরফে শফিকুল ইসলাম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন কাদিরাবাদ ভাঙা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
Comments