“আমার রক্তের প্রতিটি ফোঁটার বিচার চাই”

মোংলা পৌর যুবদল কর্মী মোহাম্মদ রাহাত হোসেন মুন্না (৩৮) মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নিজের ওপর হামলার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের নাম ফেসবুকে প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুন্না মঙ্গলবার (১জুলাই) সকালে লিখেছেন—
"আমার অপরাধ কী? আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি। চোরা জাফর, কালা মনা আর মোহন ১২ লাখ টাকা দিয়ে আমাকে মেরে ফেলার ছক কষেছিল। তারা চেয়েছিল আমাকে কুপিয়ে, ছিঁড়ে টুকরো করে দিতে। আজও বেঁচে আছি, কিন্তু রক্তাক্ত সেই ক্ষত এখনও মুছে যায়নি। জীবন-মৃত্যুর লড়াই এখনো চলছে আমার বুকের ভেতর। আমি আমার রক্তের প্রতিটি ফোঁটার বিচার চাই।"
গত ১০ জুন সকাল ১১টার দিকে মোংলার মেরিন ড্রাইভ রোডের শিকারী মার্কেটের কাছে সন্ত্রাসীরা প্রকাশ্যে মুন্নার ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত মুন্নাকে স্থানীয়রা প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবদল নেতা মো. আলাউদ্দিন বলেন, "মুন্না সবসময় অন্যায়ের বিরুদ্ধে সাহসী ছিলেন। এটি সুপরিকল্পিত হত্যাচেষ্টা।"
মোংলা থানার তদন্ত কর্মকর্তা এএসআই মনিরুজ্জামান জানান, মুন্নার ঘটনার আড়াই ডজনের বেশি আসামির মধ্যে আঠারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দশ জন জামিনে রয়েছেন। মামলার তদন্ত চলছে এবং দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Comments