বড়াইগ্রামে ছাত্রদল নেতাকে চাঁদা না দেওয়ায় চেয়ারম্যানকে মারধর

নাটোরের বড়াইগ্রামে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপুল কে চাঁদা না দেওয়ায় ৫ নং মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারধর ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল।
এসময় তিনি বলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপুল মার্চে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে তার কাছ থেকে চাঁদা চেয়েছিলো।পরবর্তীতে সেই টাকা না দেওয়ায় তার জেরে রবিবার সকালে জাহিদুল ইসলাম বিপুল, সৌরভ, মামুন , মিঠুনসহ ১০/১২ জন পরিষদে এসে তারা আমাকে মারধর করে, আমাকে ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দেয় এবং পরিষদে আসতে নিষেধ করে। আমি নিরাপত্তাহীনতা মনে করে বাড়ির দিকে চলে যাই, তারা আমার বাড়ির সামনে গিয়ে পুনরায় আমার মোবাইল ফোন কেড়ে নেয় এবং সেখানেও মারধর করে। তারা আমাকে হুমকি দিয়ে বলে তুই আওয়ামী লীগের চেয়ারম্যান, জনগণকে চাউল কম দিয়েছিস , তোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে , টাকা না দিলে এরপর ইউনিয়ন পরিষদে দেখলে প্রাণে মেরে ফেলবো।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম বিপুলসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম বিপুল বলেন, দুলাল চেয়ারম্যান আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, তার সঙ্গে দু একটি কথা হয়েছে তবে মারধরের কোন ঘটনা ঘটেনি চাঁদা চাওয়ার প্রশ্নই আসে না।
Comments