পুতিনের ছবি হোয়াইট হাউসে টানানো নিয়ে আলোচনায় ট্রাম্প
আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি আলোকচিত্র ফ্রেমে বাঁধিয়ে হোয়াইট হাউসের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। আগস্টে আলাস্কা শীর্ষ বৈঠকে তোলা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের ওই পোজ দেওয়া ছবিটি পাম রুমের দেয়ালে টাঙানো হয়েছে। পাম রুমটি ওয়েস্ট উইং ও প্রেসিডেন্টের আবাসিক অংশকে সংযুক্ত করে।
এই ছবির নিচে একই আকারের সোনালি ফ্রেমে ট্রাম্পের ছয় বছর বয়সী নাতনি ক্যারোলাইনা ডরোথি ট্রাম্পের সঙ্গে তোলা তার একটি ছবি রয়েছে। ছবিটি সম্ভবত সেই একই আলোকচিত্র, যা ট্রাম্প আগস্টে ওভাল অফিসে সাংবাদিকদের দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আলাস্কায় অ্যাংকোরেজে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর পুতিন তাকে ছবিটি পাঠিয়েছিলেন।
ট্রাম্প বলেছিলেন, ছবিতে রুশ নেতাকে 'ভালো' লেগেছে। ছবিটি ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের প্রথম সরাসরি বৈঠকের মুহূর্ত ধারণ করেছিল। তিনি তখন বলেন, 'আমারটা ঠিক আছে, কিন্তু ওরটা সুন্দর। তাই এটি পাঠানোটা খুবই ভালো লেগেছে।' তিনি আরো যোগ করেন, ছবিটিতে স্বাক্ষর করে সেটি পুতিনকে ফেরত পাঠানোর পরিকল্পনা ছিল তার।
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এক রুশ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি হোয়াইট হাউসের দেয়ালে টাঙানোর সিদ্ধান্ত ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর ও গোয়েন্দা কমিটির সদস্য মার্ক ওয়ার্নার বলেন, 'আমেরিকান জনগণ ও নিজের পরিবারের ওপরে পুতিনকে স্থান দেওয়া হয়েছে। বিষয়টি যেন একটু বেশিই সরাসরি।' এস্তোনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মার্কো মিখেলসন বলেন, এতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে তার সন্দেহ জাগে।
তিনি বলেন, 'যদি সত্যিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ২১ শতকের সবচেয়ে বড় যুদ্ধাপরাধীর ছবি হোয়াইট হাউসের দেয়ালে টাঙানোকে উপযুক্ত মনে করেন, তাহলে ন্যায়সংগত ও টেকসই শান্তির জন্য অপেক্ষা করতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে। তবে রাশিয়া এই প্রদর্শনীতে সন্তুষ্ট বলে মনে হয়েছে। ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় রাশিয়ার প্রধান আলোচক কিরিল দিমিত্রিয়েভ বলেন, 'ভালো। একটি ছবি হাজার শব্দের সমান।'
ট্রাম্প ও পুতিন আলাস্কা শীর্ষ বৈঠকে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন, তবে কোনো চুক্তি বা নির্দিষ্ট অগ্রগতির ঘোষণা ছাড়াই বেরিয়ে আসেন। পুতিন বলেন, তারা 'শান্তির পথে অগ্রসর হওয়ার পথ সুগম' করতে একমত হয়েছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে দেন যে মতবিরোধ রয়ে গেছে। তিনি বলেন, 'চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তিই নেই।'
অনেকের কাছে আপত্তিকর হলেও ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত ট্রাম্পের পুতিনকে ঘিরে প্রায়ই পরস্পরবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে বিস্ময়কর নয় বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা ও দ্বিতীয় মেয়াদের শুরুতে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এক দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। কখনো তিনি পুতিনের প্রশংসা করেছেন, আবার কখনো তীব্র সমালোচনাও করেছেন।
মার্চে তিনি বলেন, শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তিনি রুশ প্রেসিডেন্টের ওপর 'খুবই ক্ষুব্ধ'। কয়েক সপ্তাহ পর তিনি ট্রুথ সোশ্যালে লেখেন, পুতিন 'পুরোপুরি পাগল হয়ে গেছেন'। তবু এসবের পরও আলাস্কায় ট্রাম্প পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান।
একজন হোয়াইট হাউস কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্টের জনসমক্ষে কর্মকাণ্ডের ছবি—বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকসহ—হোয়াইট হাউসজুড়ে প্রদর্শন করা নিয়মিত প্রথা এবং এসব ছবি পর্যায়ক্রমে পরিবর্তন করা হয়।
পুতিনের ছবিটি কোথায় টাঙানো হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
Comments