পোস্টাল ব্যালটে ইতিমধ্যে ৪ লাখ ৩৩ হাজার প্রবাসীর ভোটদান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের মধ্যে ইতোমধ্যে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন তাদের ভোট দান সম্পন্ন করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২৮ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটদান সংক্রান্ত এসব তথ্য পাওয়া গেছে।
ইসি সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ব্যালট গ্রহণকারী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটদান শেষে তাদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯ জন নিজ নিজ অবস্থানরত দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
এ পর্যন্ত প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ২৯ হাজার ৭২৮টি বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। ব্যালট পাঠানো, গ্রহণ, ভোট প্রদান এবং ডাকযোগে ফেরত পাঠানোর প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ডিজিটাল ট্র্যাকিং, অ্যাপভিত্তিক আপডেট এবং সংশ্লিষ্ট দেশের পোস্টাল সার্ভিসের সঙ্গে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশনের আশা, নির্ধারিত সময়ের মধ্যে আরও বিপুলসংখ্যক ব্যালট দেশে পৌঁছাবে।
Comments