সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টা থেকে নগরীর রেডিসন ব্লু হোটেলে 'দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতে এই আয়োজন বলে জানিয়েছে বিএনপি।
এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে- তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানি তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।
অনুষ্ঠানের শুরুতে তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ মুহূর্তে আমাদের সুবিধা হল, আমাদের যুব শক্তি অনেক বেশি। যা আগামী ১৫-২০ বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাব। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই সেটা বলব।
তিনি বলেন, বললে অনেক কথা বলতে পারি- এ খারাপ ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে সেগুলো নিরসনে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন তা শুনতে চাই।
দলীয় সূত্র জানায়, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর আগেও একই ধরনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।
Comments