ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান
ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে। ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসে ভোটারদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে একটা দল ব্যালট পেপার দখল করেছে। এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। শুক্রবার ভোর সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর আপনারা ভোট দিতে পারেননি। আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন- একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিয়েছিল। জনগণের সজাগ উপস্থিতিই এসব ষড়যন্ত্র রুখে দিতে পারে।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে শুধু জনগণের ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছে, ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আবার ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছে।
জনসভায় তারেক রহমান নিজের পকেট থেকে দুটি কার্ড বের করে দেখিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার ৭ জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে দেওয়া বক্তব্যে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানিয়েছেন তিনি। সমাবেশ শেষে শুক্রবার ভোরে ঢাকায় ফিরেছেন তিনি। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ করেছেন তারেক রহমান।
তারেক রহমান ভোর ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীর বেগেম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেন। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে লাখো মানুষ শুক্রবার ভোর পর্যন্ত্র তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। সমাবেশ স্থলে পৌঁছে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। একপর্যায়ে মঞ্চ থেকে নেমে এসে জনতার সঙ্গে হাত মেলান। এর আগে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি।
Comments