প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে মালদ্বীপে হাইকমিশনারের বৈঠক
মালদ্বীপে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকরা হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার প্রবাসী বাংলাদেশি ডাক্তারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি ডাক্তাররা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
ডাক্তাররা মালদ্বীপে তাদের বর্তমান কর্মপরিস্থিতি বিভিন্ন দিক সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে ডাক্তারদের নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের আশাও ব্যক্ত করেন।
এছাড়া হাইকমিশনার প্রবাসী বাংলাদেশি ডাক্তারদের মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে।
Comments