সিলেটে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত ৫
সিলেটে বিএনপির দুই প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন স্থগিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাতিল করা হয়েছে ৭ জনের মনোনয়নপত্র। শনিবার (০৩ জানুয়ারি) বাছাই শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ১ জন জাতীয় পার্টির, ১ জন ইসলামী আন্দোলন ও বাকি ৫ জন স্বতন্ত্র। আর স্থগিত হওয়া প্রার্থীর মধ্যে ২ জন বিএনপির, ১ জন জাতীয় পার্টির, ১ জন গণঅধিকার পরিষদের ও ১ জন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় স্থগিত হয়েছে ৩ জনের মনোনয়ন। নাগরিকত্ব ত্যাগের স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র দাখিল করতে না পারায় তাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় মনোনয়ন স্থগিত হয়েছে এনসিপির এহতেশামুল হকের। হলফনামা অনুযায়ী এহতেশাম যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন। সিলেট-২ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় 'গুম' হওয়া বিএনপির নেতা এম. ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াসের এবং দাখিলকৃত কাগজপত্রে গড়মিল থাকায় মোহাম্মদ আবদুস শহীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সিলেট-৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মনোনয়ন স্থগিত হয়েছে বিএনপি প্রার্থী মো. আবদুল মালিকের। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য প্রবাসী ছিলেন। গত বছরের ১৬ ডিসেম্বর তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ ছাড়া এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় আসনটিতে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকরের মনোনয়নপত্র।
সিলেট-৪ আসনে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে দাখিলকৃত কাগজপত্রে গড়মিল থাকায় জাতীয় পার্টির মো. মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত এবং প্রস্তাব ও সমর্থকের তথ্যে গড়মিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সিলেট-৫ আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির দুইজন ছিলেন। এর মধ্যে কাগজপত্রে গড়মিল থাকায় বিএনপির প্রার্থী (বিকল্প) ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তবে বৈধ ঘোষণা হয়েছে বিএনপির অপর প্রার্থী এমরান আহমদ চৌধুরীর মনোনয়ন।
এছাড়া আসনটিতে দ্বৈত নাগকিরত্ব জটিলতায় মনোনয়ন স্থগিত হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের। হলফনামার তথ্য অনুযায়ী জাহিদুর রহমান গত ২৮ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। আর এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের।
Comments