ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এর কারণে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তার স্বার্থে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
বিকল্প সড়ক ও নির্দেশনা:
মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং পথে যাবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বিশিষ্ট পথে চলবে।
ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে চলবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং পথে চলবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে চলবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭গামী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ ব্লকেড থাকায় শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট পথে চলবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহন ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করবে।
ডিএমপি আরও অনুরোধ করেছে, জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলতে এবং কোনো প্রকার ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করতে। নিরাপদ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
Comments