ওসমান হাদির মাথা থেকে গুলি অপসারণে অস্ত্রোপচার চলছে: ঢামেক পরিচালক
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটকে থাকা গুলি অপসারণে বর্তমানে জরুরি অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। গুলি বের করার জন্য সার্জারি চলছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় হাদি গুলিবিদ্ধ হন। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।
জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, প্রচারণা চলাকালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
ইনকিলাব মঞ্চের সদস্যরা জানান, শুক্রবারে তারা সাধারণত ঢাকা-৮ আসনের বিভিন্ন মসজিদে প্রচারণা চালান। আজও শরিফ ওসমান হাদি মসজিদের তালিকা তৈরি করে দলকে ভাগ করে দেন। সদস্য সারোয়ার বলেন, তিনি নিজে একটি আলাদা মসজিদে যাওয়ার কথা বলেন এবং সেখানে কাউকে যেতে নিষেধ করেন।'
আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি রিকশায় যাচ্ছিলেন। তখনই মোটরসাইকেল আরোহী দুজন এসে গুলি ছুড়ে দ্রুত সরে যায়। তিনি আরও জানান, এখন বিস্তারিত কিছু বলার মতো অবস্থা নেই। তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাচ্ছি।
Comments