চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চলতি সপ্তাহের মধ্যে তপশিল ঘোষণা করা হবে। এছাড়া ভোট দেওয়ার সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে কমিশন বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, 'চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তপশিল ঘোষণা করা হবে। তপশিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।'
রোববার ১০ম কমিশন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
Comments