পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার, ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ
সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে এবং জনসাধারণকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, 'দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।'
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া ক্ষয়ক্ষতির খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সাড়া দিচ্ছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, 'কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
উল্লেখ্য, আজ শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
Comments