জুলাই সনদ বাস্তবায়নে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রধান এজেন্ডা হলো 'জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন।' এছাড়া আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আয়ারসে নতুন দুটি বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন, গত ১৫ ও ১৬ অক্টোবর কাতারে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৬ষ্ঠ ইসলামিক কনফারেন্স অব লেবার মিনিস্টার্স (আইসিএলএম)-এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিতকরণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার অংশগ্রহণ বিষয়ে অবহিতকরণ এবং গত ১৮–১৯ সেপ্টেম্বর ব্রাজিলে অনুষ্ঠিত সেকেন্ড গ্লোবাল সামিট অব দ্য স্কুল মিলস কোয়ালিশন-এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কেও অবহিতকরণ— এসব বিষয় রয়েছে এজেন্ডায়। এছাড়াও রয়েছে বিবিধ এজেন্ডা।
প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি আজকের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মতপার্থক্য কীভাবে দূর করা যায়, সে বিষয়ে কৌশল নির্ধারণ করবেন উপদেষ্টারা। নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়েও আলোচনা হবে।
এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের হঠাৎ সক্রিয় হয়ে ওঠা এবং তাদের কার্যক্রম কীভাবে মোকাবিলা করা যাবে— এসব বিষয়ও আলোচনায় আসবে। বিএনপি জুলাই সনদের বিভিন্ন বিষয়ে 'নোট অব ডিসেন্ট' দিয়েছিল। বাস্তবায়ন সুপারিশে সেসব অন্তর্ভুক্ত হয়নি। দলটি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চায় এবং পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিপক্ষে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের পক্ষপাতী এবং জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে চায়।
সব পক্ষের দাবি সমন্বয় করে একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায় সরকার। আজকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
Comments