নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি না নিশ্চিত না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনকে 'ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর' করার লক্ষ্যে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা অন্য যে কোনোভাবে দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি রাউজান থেকে ১১টি অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরেন। একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়নের তালিকা ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানান।
Comments