পুলিশের লাঠিচার্জে খুলে গেল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত
জাতীয় সংসদ ভবনের সামনে 'জুলাই সনদ' স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানীর ওই এলাকা। তিন দফা দাবিতে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে, আর পাল্টা প্রতিক্রিয়ায় তারা ইটপাটকেল ছুঁড়ে মারে। সংঘর্ষ চলাকালে এক বিক্ষোভকারীর কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই ঘটনার সময় আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায় পুলিশ। লাঠিচার্জ সহ্য করতে না পেরে আহত এক জুলাই যোদ্ধা কৃত্রিম হাতটি ফেলে রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন।
জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি, 'জুলাই আহত বীর' হিসেবে স্বীকৃতি প্রদানসহ তিনটি দাবি নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে তারা সেখান থেকে না সরার ঘোষণা দেন।
সংঘর্ষের সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং বাইরে পার্ক করা বেশ কিছু বাস ও ট্রাক ভাঙচুর করেন। এ ছাড়া পুলিশি ব্যারিকেডে ব্যবহৃত রোড-ব্লকারগুলো জড়ো করে আগুন ধরিয়ে দেন তারা। একইসঙ্গে, মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের সামনে স্থাপিত একটি অস্থায়ী তাঁবুতেও অগ্নিসংযোগ করা হয়।
Comments