মিরপুরে অগ্নিকাণ্ডে তারেক রহমানের শোক প্রকাশ

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক শোকবার্তায় তারেক রহমান বলেন, 'আমি নিহতদের আত্মার মাগফিরাত ও চির শান্তি কামনা করছি। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আর নিখোঁজদের জন্য স্বজনরা কান্নাকাটি করছেন ও সেখানে উদ্বেগ-উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে।
কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। যাতে অবহেলার কারণে আর কোনও প্রাণহানির ঘটনা যেন না ঘটে।'
সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য এবং দায়ীদের জবাবদিহি করতে কর্তৃপক্ষকে অবিলম্বে সুচিন্তিত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিকে, আলাদ আরেকটি শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি হলেও এসবের কোনো সুষ্ঠু সমাধান কখনোই হয়নি। এসব ঘটনায় তদন্ত কমিশন গঠিত হলেও কখনোই তা আলোর মুখ দেখে না। কল-কারখানাগুলোতে এমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে এ ধরনের লোমহর্ষক প্রাণহানির ঘটনা না ঘটে।'
নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করে মির্জা ফখরুলও অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
Comments