সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে টাইগার একাদশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এই জয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি রশিদ খানদের সামনে। ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুই দলের ওয়ানডে সিরিজ জিতেছিল আফগানরা।
অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। প্রথমটিতে হারের পর জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের। শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজ বাঁচানোর এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ের দায়িত্বটা প্রথম ম্যাচের মতো তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপরই থাকছে। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে আরেক ওপেনার মোহাম্মদ নাঈম যোগ দিলেও একাদশে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
গেল ম্যাচে ২ রান করা নাজমুল হোসেন শান্ত এই ম্যাচেও নামছেন তিনে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা থাকছেন। 'বিশেষ' এক কোচের 'বিশেষ' পছন্দে এদিনও জাকের আলির একাদশে থাকার কথা রয়েছে৷ এ ছাড়া উইকেটরক্ষকের দায়িত্বে নুরুল হাসান সোহানই থাকবেন।
আবুধাবির ধীরগতির উইকেট কাগজে লাগাতে স্পিন শক্তি বাড়াতে পারে বাংলাদেশ। সে কারণে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তানভীর ইসলামের সঙ্গে তার জুটি ভয়ানক হতে পারে। সে ক্ষেত্রে তিনজন নয়, দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।
প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তিনি একাদশে ফিরতে পারেন। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন আগের ম্যাচ ভালো করা তানজিম হাসান সাকিব। রিশাদের দিকে না ছুটে বাংলাদেশ যদি তিন পেসার খেলায়, তাহলে তাসকিন আহমেদ বা হাসান মাহমুদের যেকোনো একজন খেলবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
Comments