বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

আজ (৬ অক্টোবর) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে এবার ফলাফল জানার অপেক্ষায় প্রার্থীরা। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।
সকাল ১০টা থেকে ১২ টার মধ্যে বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ১২ টা থেকে ২টার মধ্যে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। বেলা গড়াতে শুরু করলে অর্থাৎ ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।
সোয়া দশটার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। একই পদে প্রার্থীতা করা বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ভোটকেন্দ্রে প্রবেশ করেন ফাহিমদের পরপরই। বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন।
সাড়ে ১১টায় ভোট দেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই আসেন সর্বশেষ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবারের নির্বাচনেও তারই সভাপতি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।
ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের বুলবুল বলেন, 'আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।'
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
Comments