সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক

দুর্গাপূজাকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্ত এলাকায় পূজার সময় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তে চোরাচালান বা অনুপ্রবেশ রোধেও আমরা প্রস্তুত।'
বিজিবি মহাপরিচালক আরও বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। পূজার সব আচার-অনুষ্ঠান যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।'
তিনি আরও জানান, বিজিবির দায়িত্ব শুধু সীমান্ত পাহারা নয়—মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাও তাদের অঙ্গীকার। 'ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় বিজিবি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে,' — বলেন বিজিবি প্রধান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি মহাপরিচালক শ্যামনগর উপজেলার কৈখালী এস আর হাইস্কুল মাঠে ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় এক হাজার পরিবার নিরাপদ পানি পাবে।
Comments