এনসিপিসহ দুই দল নিবন্ধনের শর্ত পূরণ করেছে : ইসি

নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন।
আখতার আহমেদ বলেন, যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতীক তফসিলে নেই। সেহেতু প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, সবমিলিয়ে ১৪৩টি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২টি দলকে অনুসন্ধানে আনা হয়। এরমধ্যে পর্যালোচনায় আছে ১২টি দল এবং বাতিল করা হয়েছে ৭টি দলের আবেদন।
এদিকে আদালতের রায়ের পর বাংলাদেশ নেজামে ইমলামেরও নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি। পর্যায়ক্রমে নিবন্ধন যোগ্য দলগুলো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব।
Comments