আজ থেকে ইসির নির্বাচনী সংলাপ শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার থেকে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অক্টোবরজুড়ে চলবে এই সংলাপ। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়েই আনুষ্ঠানিক সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ সকাল-বিকেল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।
আগামী নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্ডেট পোস্টাল ভোটিং হচ্ছে। সেই সঙ্গে নির্বাচনী আইন বিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সার্বিক প্রস্তুতি এ সংলাপে উঠে আসবে।
রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা রয়েছে।
ভোটের দিনের অন্তত দুই মাস আগে তফসিল দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। সব ধরনের প্রস্তুতি অগ্রগতি তুলে ধরে ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, অংশীজনের সঙ্গে এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে।
Comments