উড়ন্ত ভারতকে ১৬৮ রানে আটকালো টাইগাররা

ভারতের ওপেনিং জুটি শুরুর কয়েক ওভারে যেভাবে ব্যাট চালানো শুরু করেছিলেন, তাতে মনেই হচ্ছিল ভারতের দলগত রান হয়তো দুইশ ছাড়াবে। ১১তম ওভারেই তাদের সংগ্রহ শতরান পেরিয়ে গিয়েছিল। তবে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সে ঝড়ে বাধা দিয়ে লড়াইয়ে টিকিয়ে রাখে বাংলাদেশকে।
এশিয়া কাপে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। টাইগারদের হয়ে রিশাদ ২টি আর মোস্তাফিজ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নিয়েছেন।
এদিন টসে জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার কাপ্তান জাকের আলি অনিক। ইঞ্জুরির কারণে লিটস দাসে অনুপস্থিতিতে দলের গুরুদায়িত্বটা আজ জাকেরের কাঁধেই।
শুরুটা দুর্দান্ত করলেও পরে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিতে ভাটা পড়ে ভারতের। চলমান এশিয়া কাপ আসরের ফাইনালের পথ মসৃণ করতে বাংলাদেশের প্রয়োজন ১৬৯ রান।
Comments