ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো পাকিস্তান

দু'দলের জন্যই ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে হলে আজ জয় ছাড়া বিকল্প ছিল না পাকিস্তান এবং শ্রীলঙ্কা উভয় দলের হাতেই। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেল সালমান আলি আঘার দল।
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দুই ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিলো পাকিস্তান। টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে চলতি এশিয়া কাপ আসরের ফাইনালের স্বপ্নভঙ্গ হলো শ্রীলঙ্কার।
এদিন টস জিতে বোলিং নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই শ্রীলঙ্কা উইকেট হারায়। ওই ধারা আর থামেনি। শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়েছে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ৮ উইকেটে ১৩৩ রানে আটকে যায়। জবাবে ২ ওভার থাকতে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।
এর আগে ব্যাট হাতে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস শূন্য করে ফেরেন। পাথুম নিশাঙ্কা ৮ রান করে সাজঘরের পথ ধরেন। তিনে নামা কুশল পেরেরা (১৫) সেট হয়ে আউট হন। অধিনায়ক চারিথা আশালঙ্কার ইনিংসও বড় হয়নি। তিনি ২০ রান করে ফিরে যান। পাঁচে নামা কামিন্দু মেন্ডিস এক প্রান্তে লড়াই করে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি ৪৪ বলে ৫০ রান করে আউট হন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন। শেষটায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও পেসার চামিকা করুনারত্নে ১৭ রানের ইনিংস খেলেন।
পাকিস্তান ওপেনিংয়ে ৪৫ রানের ভালো শুরু পেলেও ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। ৮০ রানে হারায় পঞ্চম উইকেট। পরের পথটা পাড়ি দেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। এর মধ্যে পেস অলরাউন্ডার তালাত ৩০ বলে ৩২ রান করেন। নওয়াজ ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ ও হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ১৩৩/৮ (২০ ওভার)
পাকিস্তানঃ ১৩৮/৫ (১৮ ওভার)
Comments