আবারও ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান

গ্রুপ পর্বের পর চলমান এশিয়া কাপে এবার সুপার ফোরের ম্যাচেও ভারতের বিপক্ষে হারের স্বাদ পেল পাকিস্তান। দুবাইয়ের স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টানা প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।
রান তাড়ায় উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে ১০৫ রান তুলে ফেলে ভারত। অবশ্য ব্যক্তিগত ফিফটির আগেই বিদায় নেন ওপেনার শুভমান গিল। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ২৮ বলে ৮ বাউন্ডারিতে ৪৭ রান করেন তিনি। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব হারিস রউফের বলে শূন্যহাতেই বিদায় নেন।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আরেক ওপেনার অভিষেক শর্মা। তার ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় রাঙ্গানো ইনিংস থামে আবরার আহমেদের বলে হারিস রউফের ক্যাচ দিয়ে। এরপর তিলক ভার্মা (৩০*), সঞ্জু স্যামসন (১৩) ও হার্দিক পান্ডিয়া (৭*) জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান। দলের হয়ে ৪৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেছেন ২৯ বছর বয়সী ওপেনার শাহিবজাদা ফারহান। এছাড়া আর কোনো ব্যাটার ত্রিশের ঘরের পৌঁছাতে পারেননি।
আরেক ওপেনার ফখর জামান ৯ বলে ১৫ করে বিতর্কিত ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া সাইম আইয়ুব ১৭ বলে ২১, হুসেইন তালাত ১১ বলে ১০, মোহাম্মদ নাওয়াজ ১৯ বলে ২১, ফাহিম আশরাফ ৮ বলে অপরাজিত ২০ ও অধিনায়ক সালমান আলী আগা ১৩ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।
টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন বুধবার ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৭১/৫ (২০ ওভার); (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)
ভারতঃ ১৭৪/৪ (১৮.৫ ওভার); (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)
Comments