নেপালের হোটেলে আগুন থেকে বের হতে গিয়ে ভারতীয় নারীর মৃত্যু

নেপালের কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের পুড়িয়ে দেয়া একটি হোটেল থেকে পালানোর চেষ্টা করার সময় ৫৭ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তিনি ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বলে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, রাজেশ গোলা নামের ওই নারী গত ৭ সেপ্টেম্বর তার স্বামী রামবীর সিং গোলার সাথে নেপালে গিয়েছিলেন। এরপরই তারা সেখানে সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েন। তারা হায়াত রিজেন্সিতে অবস্থান করছিলেন।
তবে ৯ সেপ্টেম্বর বিক্ষোভ তীব্রতর হওয়ার পর এবং বিক্ষোভকারীরা ওই হোটেলে আগুন ধরিয়ে দিলে রাজেশ গোলা জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন।
আগুনের কারণে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায়, উদ্ধারকারীরা মাটিতে ম্যাট্রেস গদি রেখে তাকে জানালা দিয়ে লাফ দিতে অনুরোধ করেন।
এরপর, রাজেশ গোলা এবং তার স্বামী হোটেলের চতুর্থ তলা থেকে লাফ দেন এবং গদির ওপর পড়েন। এতে রামবীর সিং সামান্য আহত হলেও, রাজেশ গুরুতর আহত হন এবং হাসপাতালে মারা যান বলে জানা গেছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে তাদের ছেলে বিশাল বলেছেন, লাফ দেয়ার সময় তার মা, বাবার থেকে আলাদা হয়ে যান।
বিশাল বলেন, 'বাবার সাথে থাকলে মা বেঁচে থাকত।'
সূত্র: এনডিটিভি
Comments