জাবেদ–মনিরুলসহ পুলিশের সাবেক ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলামসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার সকালে ২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে ৭ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম এ তথ্য জানান।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন গাজীপুরের এসপি হারুন অর রশীদ।
প্রসিকিউশন জানায়, জঙ্গি সাজিয়ে হত্যা করা ৭ জনের মধ্যে একজন মাদরাসা ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ট্রাইব্যুনালের তদন্ত দল।
প্রসিকিউশনের তদন্তে উঠে আসে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জায়গা থেকে সাত মাদরাসা ছাত্রকে ধরে গাজীপুরের জযদেবপুর এলাকার একটি বাড়ির দোতালায় দুই মাস আটকে রাখা হয। পরে ৮ অক্টোবর তাদের গাজীপুর মহানগরীর বিভিন্ন জায়গায় নিয়ে জঙ্গি সাজিয়ে অভিযানের নামে হত্যা করা হয়। এতে অংশ নেয় সিটিটিসি, র্যাব, সোয়াট এবং পুলিশ সদস্যরা।
Comments