শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। রোববার বিকেল ৫টার কিছু আগে সমাবেশ শুরু হয়। মঞ্চে উঠেছেন কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সমাবেশস্থলে উপস্থিত আছেন।
সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতা-কর্মীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সমাবেশ চলার কথা রয়েছে। সমাবেশের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে।
এই সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করবেন ।
এক দফা ঘোষণার এক বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এই ইশতেহার ঘোষণা হবে বলে ভিডিও বার্তায় আগেই জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সমাবেশ। এরইমধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ করেছে দলটি।
এদিকে, পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপরও নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
Comments