জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালকসহ অন্তত ৩ মরদেহ উদ্ধার

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেক যাত্রী। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় মিউনিখ শহর থেকে প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) পশ্চিমে দক্ষিণ-পশ্চিম বাডেন-ওয়ার্টেমবার্গ রাজ্যের রিডলিংগেন শহরের কাছে একটি বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা বলছেন, ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিল এবং এটি সিগমারিংগেন শহর থেকে উলম শহরে যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।
জেলা দমকল প্রধান শার্লট জিলার সাংবাদিকদের জানিয়েছেন, তিনজন নিহতের মধ্যে ট্রেন চালক এবং জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন রেল অপারেটর ডয়েচে বাহনের একজন কর্মচারী রয়েছেন। তবে ট্রেনটির লাইনচ্যুত হওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
অপারেটরটি জানিয়েছে, কর্তৃপক্ষ বর্তমানে দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করছে এবং ৪০ কিলোমিটার (২৫ মাইল) পথ জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। বাডেন-ওয়ার্টেমবার্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ট্রোবল বলেছেন, এর আগেও এই অঞ্চলে তীব্র ঝড় বয়ে গিয়েছিল এবং তদন্তকারীরা বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছেন।
Comments