যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শেষ, শুল্ক প্রশ্নে কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশের পক্ষে কোন অর্জন ছাড়াই ঢাকা – ওয়াশিংটন দ্বিতীয় দফার শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিন গতকাল শুক্রবার শেষ হয়েছে। বলা হচ্ছে বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুটি দেশ বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে, তবে বাকি বিষয়গুলি এখনও বিচারাধীন রয়েছে।
এর ফলে দুই দফা আলোচনা করেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ - প্রথম দফায়ই যেটা পেরেছে ভিয়েতনাম।
নতুন কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে যে ৩৫ শতাংশ শুল্কের বিষয়ে জানিয়েছেন, সেটি বহাল থাকছে। এ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দেন।
তিনদিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
Comments