পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, সবার নিচে বরিশাল

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর এই হিসাবে ১১ শিক্ষাবোর্ডের মধ্যে সবার নিচে রয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।
এতে দেখা যায়, ১১ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এরপরের অবস্থানে যশোর শিক্ষা বোর্ড। পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এরপর কারিগরি বোর্ড, পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।
এছাড়া চট্টগ্রামে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, সিলেটে ৬৮ দশমিক ৫৭ শতাংশ, মাদ্রাসায় ৬৮ দশমিক ০৯ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭ দশমিক ৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭ দশমিক ০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮ দশমিক ২২ শতাংশ এবং সবশেষ বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ।
দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ ও ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
Comments