দলের নাম ভাঙিয়ে অসদাচরণ করলেই ব্যবস্থা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসাদাচরণ করলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কেউ রেহাই পাবে না।
শুক্রবার (০৪ জুলাই) বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের কঠোর অবস্থানের কথা জানান। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি, করছি না। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হচ্ছে। এই বিষয়টি আপনাদের (গণমাধ্যমের) সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি। তারপরও আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া যে, আর কেউ যেন সাহস না পায়, দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারও সঙ্গে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস্র আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে সে রেহাই পাবে না।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভী বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যা ঘটনা ঘটিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিন তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার কোতয়ালি মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী ও অস্ত্রবাজি কর্মকাণ্ড সঙ্গে যুক্ত ছিল। তার ছবিসহ পাওয়া গেছে। আজকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার কয়েকজন দুষ্কৃতকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলের একজন নেত্রী যিনি চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রী তাকে মারধর করেছে। এটা কতবড় অনৈতিক কাপুরষোচিত কাজ। তাকে (খোকন মিয়া) সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে। পাটগ্রামে এই ধরনের ঘটনা শুনা গেছে যে, কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দুইজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আপনারা শুনেছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইনেও এসেছে যে, বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তিগত বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায়। ছবি বিভিন্ন অনলাইনে এসেছে। এটা শুনার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল তাক্ষণিকভাবে এই যুব দলের নামধারী এই নেতাকে যুবদল থেকে থেকে বহিষ্কার করেছে। সঙ্গে সঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল। আমরা ৫ আগস্টের পর থেকে এই ধরনের যত তথ্য পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
তিনি আরও বলেন, গতকাল থেকে আজকে পর্যন্ত যে ঘটনা ঘটেছে, আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আর কোনো নেতাকর্মী সদাচরণ এবং রাজনৈতিক নেতাকর্মী হিসেবে তার দায়িত্ব পালন করবেন। তার দায়িত্ব কি? মানুষকে বুঝানো? সমাজের মানুষের মধ্যে সে যে একজন চমৎকার মানুষ, সে যে একজন বিনয়ী মানুষ এটাই তো হবে। যারা রাজনীতি করে তারা সমাজে সবচাইতে উন্নতর মানুষ হবেন তারাই তো রাজনীতি করবেন।
রিজভী বলেন, সারা বাংলাদেশে কোথায় কী ঘটছে, কোথায় কারা কী করছে সব কিছু খবর নিয়ে সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে বিএনপির ৪/৫ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী যারা দলের নামে বিভিন্ন অঙ্গসংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্রের সাথে যোগসাজোশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কাজের মধ্যে থাকা এসব আমরা সন্ধান করে বা এই রকম ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছি। এই ক্ষেত্রে বিএনপি এবং এর নেতৃ্বৃন্দ আপোসহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন।
Comments