আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে সরকারি সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
আসিয়ানের সদস্যরাষ্ট্র হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসিয়ানের সদস্যরাষ্ট্র হতে বাংলাদেশ এখনও অনেক দূরে রয়েছে। তবে বাংলাদেশ চায় আসিয়ানের সদস্য হতে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন। এ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো একমত।
তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।
Comments