প্রধানমন্ত্রীর ২ মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট নয়: আসিফ নজরুল

প্রধানমন্ত্রীর দুই মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ক্ষমতার ভারসাম্য আনাটা গুরুত্বপূর্ণ বললেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।
আসিফ নজরুল বলেন, 'প্রধানমন্ত্রীর দুই মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বরং ক্ষমতার ভারসাম্য আনাটা গুরুত্বপূর্ণ।'
নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, 'শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না। সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়।'
Comments