ত্বকের যত্ন কীভাবে নেন মোদি? প্রশ্ন ভারতীয় তারকা ক্রিকেটারের
প্রথমবার বিশ্বসেরার মুকুট পরেছে ভারত নারী ক্রিকেটের ইতিহাসে । সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে হারমনপ্রিত কৌরের দল। তৃতীয়বার ফাইনাল খেলে ইতিহাস গড়া ভারতীয় নারী দল গতকাল (বুধবার) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছে। যেখানে বেশ কিছু মজার মুহূর্ত তৈরি হয়, এর মধ্যে অন্যতম মোদির উদ্দেশ্যে তারকা ক্রিকেটার হার্লিন দেওলের 'স্কিনকেয়ার রুটিন' জানতে চেয়ে করা প্রশ্ন।
বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে মোদির এই সাক্ষাতের শুরুটা ছিল আনুষ্ঠানিক আলাপ দিয়ে। অল্প সময়ের ব্যবধানে সেই গাম্ভীর্য ছাপিয়ে কৌতুকপূর্ণ আবহ তৈরি হয়। এক পর্যায়ে ভারতীয় প্রধানমন্ত্রী চাপের মুহূর্তেও হার্লিন দেওলের প্রফুল্ল মানসিকতা এবং তা পুরো দলে ছড়িয়ে দেওয়ার প্রশংসা করেন। এর বিপরীতে মাইক হাতে নিয়ে হার্লিন জানতে চান– 'স্যার, আপনার স্কিন সব সময়ই দীপ্তি ছড়ায়। আপনার স্কিন কেয়ার রুটিনটা একটু বলবেন?'
তার ওই প্রশ্নে যেন আড়মোড়া ভেঙে অট্টহাসিতে মেতে ওঠে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন। হার্লিনের ওই অপ্রত্যাশিত প্রশ্নে নরেন্দ্র মোদিসহ উপস্থিত পুরো ভারতীয় দল হেসে ওঠে। মোদি সেই প্রশ্নের জবাব দিলেন এভাবে, 'আমি এত কিছু নিয়ে ভাবি না।' পাশ থেকেই তখন অলরাউন্ডার স্নেহ রানা বলে ওঠেন– 'স্যার, এটা আপনার প্রতি দেশের মিলিয়ন মানুষের ভালোবাসার ফল।'
মজার সেই প্রসঙ্গ টেনে ভারত নারী দলের বিশ্বকাপজয়ী কোচ অমল মজুমদার বলেন, 'আপনি এখানে যেমনটা দেখছেন স্যার, আমি এসব ব্যক্তিত্বকে প্রতিনিয়ত ডিল করি। যা আমার সব চুলকে সাদা বানিয়ে দিয়েছে।' আরও হাস্যরস তৈরি হয় বিশেষ ওই অনুষ্ঠানস্থল। ফাইনালে বেশ কয়েকবারের চেষ্টায় প্রোটিয়া অধিনায়ক ও সেঞ্চুরিয়ান লরা উলভার্টের ক্যাচ নিয়েছিলেন অলরাউন্ডার আমানজত কৌর। তার প্রশংসা করে মোদি বলেন, 'যখন ক্যাচটি ধরছিলে, তখন নিশ্চয়ই বল দেখছিলে। কিন্তু ক্যাচ ধরার পর দেখতে পেলে যে তুমি ট্রফি হাতে ধরে আছো।'
ওই সময় ভারতীয় অধিনায়ক হারমতপ্রীত মোদিকে ২০১৭ সালে তার দেওয়া অনুপ্রেরণামূলক বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তখনই ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা জানিয়েছিলেন হারমন। এখন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনঘন এমন সাক্ষাৎ হবে বলেও প্রত্যাশা তার। সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা পুরো নারী দলের মাঝে উৎসাহ ছড়িয়ে দেওয়ার জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যা ক্রীড়াঙ্গনের অন্যান্য ক্ষেত্রেও মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত করছে বলে দাবি স্মৃতির।
Comments