এমবাপ্পের পেনাল্টি মিস দেখে মৃত্যু রিয়াল সমর্থকের
সান্তিয়াগো বার্নাব্যু হই-হুল্লোড় করে ছাড়ার কথা ছিল ইগল ব্রডকিনের। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তার প্রিয় দল রিয়াল মাদ্রিদ যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে। দলের জয় উপভোগ করতে পারেননি ব্রডকিন। খেলার মাঝপথে গ্যালারিতে অসুস্থ হন তিনি।
এমন হাসিমুখে আর মাঠে আসা হবে না ব্রডকিনের। হই-হুল্লোড় করে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার কথা ছিল ইগল ব্রডকিনের। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তার প্রিয় দল রিয়াল মাদ্রিদ যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে।
দলের জয় উপভোগ করতে পারেননি ব্রডকিন। খেলার মাঝপথে গ্যালারিতে অসুস্থ হন তিনি।
৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে হৃদরোগে আক্রান্ত হন রিয়ালের সমর্থক। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৫০ বছর বয়সী সমর্থককে।
Comments