‘আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে’
বাংলাদেশ ক্রিকেট বর্তমানে খুব একটা সুখকর সময় পার করছে না। পুরুষ দল ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনো দশ নম্বরে অবস্থান করছে, সাম্প্রতিক সময়ে একাধিক সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় কিছুটা স্বস্তি দিয়েছে। তবে সেই জয়ে রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। নারী দলও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি—চলমান নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর পরবর্তী পাঁচ ম্যাচে টানা হেরেছে তারা।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার রাতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের ওপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব, যেটা নিয়ে পুরো দেশ গর্ব করবে।"
তিনি আরও বলেন, ভালো ক্রিকেটার তৈরির পাশাপাশি বিসিবি চায় ক্রিকেটের মাধ্যমে সমাজে ভালো নাগরিক তৈরি করতে।
নারী ক্রিকেট নিয়েও আশাবাদী বুলবুল। তাঁর বিশ্বাস, ছেলেদের আগে মেয়েরাই বড় কোনো শিরোপা জিতবে।
তিনি বলেন, "ছেলেদের দলও অবশ্যই উন্নতি করবে। তবে আমার ধারণা, মেয়েরাই আগে বিশ্বকাপ জিতবে। চলমান বিশ্বকাপে কিছু ছোট ভুল না হলে হয়তো পাঁচটি ম্যাচই জিততে পারতাম এবং সেমিফাইনালে খেলার সুযোগও তৈরি হতো। আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আপনাদের নিরাশ করব না।"
Comments