রশিদ-জাম্পাকে টপকে রিশাদের রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখে হয়েছেন সিরিজ সেরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ উইকেট নিয়ে একটি রেকর্ডও গড়ছেন তিনি। প্রথম ম্যাচে ৬ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট। সব মিলিয়ে তিন ম্যাচে তিনি শিকার করেছেন ১২ উইকেট। যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেকোনো স্পিনারের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
এতদিন রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের রশিদ খান। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন জাম্পা। আর চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন রশিদ। উইন্ডিজ সিরিজে দুজনকেই পেছনে ফেলেছেন রিশাদ।
ওয়ানডে ক্রিকেটে অবশ্য তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি আবার পেসারদের দখলে। সেখানেও আবার বাংলাদেশের নাম। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে রেকর্ডটি দখলে রেখেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আর ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উইন্ডিজের সাবেক পেসার ভাসবার্ট ড্রেকস, সাবেক টাইগার পেসার মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে জায়গা করে নিয়েছেন রিশাদ।
Comments