পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ বর্জন করলো আফগানিস্তান

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক। গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছিল আফগানিস্তান। সেই থেকে দুই দেশের এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেই চলেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের দাবি, এতে তাদের ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন। নিহত ক্রিকেটাররা হলেন- কবীর, সিবগাতুল্লাহ ও হারুন। তারা প্রীতি ম্যাচ খেলতে পাকতিকার শারানায় গিয়েছিলেন।
রাওয়ালপিন্ডিতে আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ হওয়ার কথা ছিল। তিন ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে আফগানিস্তান ওই সিরিজ বর্জন করেছে। এসিবি বিবৃতি দিয় সিরিজ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'মর্মান্তিক এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। সৃষ্টিকর্তা শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন এবং এই শোকের সময়ে তাদের পরিবারকে ধৈর্য,প্রতিদান এবং শক্তি দান করুন।'
আফগানিস্তান সরে দাঁড়ানোয় শঙ্কার মুখে পড়েছে ত্রিদেশীয় সিরিজের আয়োজন। পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে ১৭ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল ওই সিরিজ। পাকিস্তান হয়তো এখন কেবল শ্রীলঙ্কাকে নিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে।
Comments