‘সাকিব বিশ্বে একজন, উনার মতো অলরাউন্ডার পাওয়া দুষ্কর’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটি ছিল মূলত আজমতউল্লাহ ওমরজাইয়ের একক নৈপুণ্যের ফসল। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও ৪০ রানের কার্যকর ইনিংস খেলে তিনি একাই বাংলাদেশকে হারান এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। ঠিক এই জায়গাতেই—অর্থাৎ অলরাউন্ডার নৈপুণ্যে দেশের কঠিন ম্যাচগুলোতে একাই লড়ে যেতেন সাকিব আল হাসান।
দেশসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে দলে তৈরি হওয়া বিশাল শূন্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। টিম ম্যানেজমেন্টের কোনো আশু পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের মুখে আজ দ্বিতীয় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পড়েন পেসার তানজিম হাসান সাকিব।
তানজিম সাকিব সরাসরি স্বীকার করেছেন যে, সেই অভাব পূরণ করা কঠিন। তিনি বলেন,'সাকিব ভাই বিশ্বে একজন। উনি টিমে থাকা মানে একজন বোলার নিয়ে টেনশন করতে হয় না, একজন ব্যাটার নিয়েও টেনশন করতে হয় না।'
তিনি আরও যোগ করেন,'সাকিব ভাইয়ের মতো একজন অলরাউন্ডার পাওয়া দুষ্কর। বাংলাদেশে উনার ব্যাক আপ তৈরি করা কঠিন। এই স্থান পূরণে যথাসম্ভব চেষ্টা আমরা করবো। যারা বোলার আছেন, ব্যাটার আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই অভাবটা পূরণ করতে পারবো।'
এদিকে, প্রথম ম্যাচে বল হাতে ৩ উইকেট এবং ব্যাট হাতে ১৭ রান করা ২২ বছর বয়সী এই পেসার সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন,'জয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। দ্বিতীয় ম্যাচে ১০০ পার্সেন্ট নিয়ে নামতে হবে। আগের ম্যাচে যে ভুল করেছি, সেগুলো নিয়ে কথা বলেছি, কিভাবে ভুল শুধরে খেলা যায়। এই ম্যাচ না জিততে পারলে সিরিজ হেরে যাব আমরা।'
Comments