দুই অজি ক্রিকেটারকে লোভনীয় প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড। জাতীয় দলের জার্সিতেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত এই দুই অজি। তবে আইপিএলের দল থেকে তাদের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
২০২৪-এর নিলামে কামিন্সকে ২০.৫ কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। গত বছর তাকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়েছে। অন্য দিকে, হেডকে ৬.৮ কোটি টাকায় কেনা হলেও গত বার তাকে ১৪ কোটি টাকায় ধরে রাখা হয়।
হেড ও কামিন্সকে বছরে ৫৮ কোটি টাকা করে দিতে চেয়েছিল হায়দরাবাদ। এই লোভনীয় প্রস্তাবের বিনিময়ে আইপিএলের পাশাপাশি ওই ফ্র্যাঞ্চাইজির বাকি যে দলগুলো অন্যান্য দেশের টি-টোয়েন্টি লিগে খেলে, সেখানেও খেলতে হবে এই দুই ক্রিকেটারকে।
অস্ট্রেলিয়ার 'দ্য এজ' এর খবর অনুযায়ী, একটি শর্ত দেওয়া হয়েছে কামিন্স এবং হেডকে। দেশের হয়ে খেলা ছাড়তে হবে দু'জনকেই। সারা বছর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে বিভিন্ন লিগে খেলতে হবে। দুই ক্রিকেটারই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা তাদের কাছে সবার আগে।
তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগকে সামনে বিকেন্দ্রীকরণ করা হতে পারে। অর্থাৎ দলগুলোর ব্যক্তিগত মালিকানা হতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি দলের পিছনে বিনিয়োগের পরিমাণ অনেক বেড়ে যাবে। ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়বে। তখন বিবিএলে খেলতে আগ্রহী হবেন আরও অনেক ক্রিকেটার। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, প্রাদেশিক সংস্থা এবং খেলোয়াড়দের সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে।
Comments