ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফার কাছে খেলোয়াড়দের চিঠি

খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধের দাবি দিন দিন আরও জোড়াল হচ্ছে। কিছুদিন আগে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোউলুও এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এবার ইসরায়েলকে নিষিদ্ধ করতে ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এক চিঠি পাঠিয়েছে উয়েফার কাছে।
৫০ খেলোয়াড় মিলে সই করা চিঠি পাঠিয়েছেন দাবি একটাই, উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক।
খেলোয়াড়দের তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশসহ অনেকে।
গাজায় সংঘাত চললেও ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলো ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
Comments