ভারতকে না দেওয়া এশিয়া কাপ ট্রফি যেখানে রাখা আছে

৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও দলটিকে ট্রফি তুলে দেওয়া হয়নি। শেষমেশ ট্রফি ছাড়াই উদযাপন করেন সূর্যকুমার যাদব ও তার দল। যা নিয়ে তৈরি হয় বিতর্কও। অনুষ্ঠানের পরও ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠে যায়, এশিয়া কাপের ট্রফি কোথায় রয়েছে? অবশেষে জানা গেছে সেই উত্তর।
রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল জেতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। একপর্যায়ে নাকভি মাঠ ছেড়ে চলে যান। একই সময় ট্রফিও নিয়ে যান। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, নাকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপালি মোড়কে ট্রফি নিয়ে তার সঙ্গে চলে যান এসিসির কয়েকজন কর্তা।
সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকিয়া দাবি করেছিলেন, নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে। যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরের কাছেই।
রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল জেতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। একপর্যায়ে নাকভি মাঠ ছেড়ে চলে যান। একই সময় ট্রফিও নিয়ে যান। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, নাকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপালি মোড়কে ট্রফি নিয়ে তার সঙ্গে চলে যান এসিসির কয়েকজন কর্তা।
সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকিয়া দাবি করেছিলেন, নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে। যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরের কাছেই।
ভারতীয় দলকে এসিসি ট্রফিটি আদৌ হস্তান্তর করবে কি না, বিষয়টি এখনও স্পষ্ট নয়। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, 'চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।'
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা এ প্রসঙ্গে বলেছেন, 'এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ। আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই! তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে থেকে নেবেন?'
Comments