ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়েছে নেপাল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম অঘটনের জন্ম দিলো দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি নেপাল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহ'তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
যেকোনো ফরম্যাটেই আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটা নেপালের প্রথম জয়। এর আগে, ২০১৪ সালে কক্সবাজারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে একবার টি-টোয়েন্টিতে হারিয়েছিল নেপাল। তবে তখন আফগানিস্তান ছিল সহযোগী সদস্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ছিল নেপালের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, একইসঙ্গে প্রথম কোনও পূর্ণ সদস্য দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। সেই মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিটি বিভাগে দাপট দেখিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে তারা।
ম্যাচে পুরোপুরিই ছিল নেপালের দলগত নৈপুণ্যের প্রদর্শনী। নেপালের ছয় ব্যাটার অন্তত একটি করে ছক্কা হাঁকিয়েছেন, ছয় বোলার তুলে নিয়েছেন অন্তত একটি করে উইকেট। ফিল্ডিংয়েও ছিল তাদের স্পষ্ট আধিপত্য। সব মিলিয়ে প্রাপ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে নেপাল।
এদিন টস হেরে শুরুতে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন রোহিত পাউদেল। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়। ২১ বলে ৩০ রান করেন কুশল মাল্লাও। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। তাছাড়া গুলশান ঝা ১৬ বলে ২২ ও দীপেন্দ্র সিং এইরি ১৯ বলে ১৭ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০ রানে ৪টি উইকেট নেন জেসন হোল্ডার। ২৯ রানে তিনটি নেন নাভিন বৈদেশি। আকিল হোসেন ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে সেভাবে জ্বলে উঠতে পারেনি কেউ। ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। আমির জাঙ্গু ১৯, আকিম অগুস্তে ১৫, কেসি কার্টি ১৬ ও বিদাইসি ২২ রান করে বিদায় নেন।
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ২২ রান করেন নাভিন বৈদেশি। শেষ দিকে ফাবিয়ান অ্যালেন ও আকিল চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না। অ্যালেন ১৪ বলে ১৯ ও অধিনায়ক আকিল হোসেন ৯ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে চেষ্টা করেছিলেন। কিন্তু নেপালের বোলিংয়ে পেরে উঠেননি তারা।
১৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন নেপালের কুশল ভুরটেল। একটি করে নেন দীপেন্দ্র সিং এইরি, কারান কেসি, নন্দন যাদব, ললিত রাজবংশি ও রোহিত পাউদেল। ব্যাট হাতে অবদান রাখায় ম্যাচ সেরাও পাউদেল।
Comments