হোঁচট খেলো মেসির মায়ামি

লিওনেল মেসির ইন্টার মায়ামি গোলরক্ষক শন জনসনের একক তৎপরতায় প্রথমার্ধে গোল পাওয়া সত্ত্বেও টরন্টো এফসির বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে, যেখানে টরন্টোর গোলরক্ষক ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
ম্যাচটিতে শুরু থেকেই ইন্টার মায়ামির আধিপত্য ধরে রাখে। তারা ৬২ শতাংশ সময় বল দখলে রেখে মোট ৯টি শট নেয়, যার মধ্যে ৬টিই সরাসরি গোলমুখী ছিল। কিন্তু টরন্টোর গোলরক্ষক শন জনসন একের পর এক অসাধারণ সেভ করে তার দলকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করেন।
ম্যাচের শুরু থেকে আক্রমণমুখী ছিল মায়ামি। ১২তম মিনিটে মেসির সুন্দর পাস পেয়ে বালতাসার রদ্রিগেজ ডি-বক্সের লাইন থেকে শট নিলে জনসন তা ঠেকিয়ে দেন। ২৯তম মিনিটে মেসি নিজেই বক্সের ভিতর থেকে শট নেন, কিন্তু জনসন আবারও বাধা হয়ে দাঁড়ান। টরন্টো ৩৩তম মিনিটে তাদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণে অ্যালোনসো কোয়েলোর শটটি মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ঠেকিয়ে দেন। ৪৪তম মিনিটে আবারও মেসির শট রুখে দেন জনসন। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে মায়ামি চূড়ান্ত সাফল্য পায়। বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার নির্ভুল ক্রসে হেড করে গোল করেন তাদেও আয়েন্দে। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।
বিরতির পর দ্রুত গতিতে ফিরে আসে টরন্টো। ৬০তম মিনিটে তারা বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণ গড়ে। প্রথম চেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ফেদেরিকো লরিয়ার পাসে ছয় গজ দূরত্ব থেকে সহজ স্পর্শে গোল করে দলকে ম্যাচে ফিরেয়ে আনেন দর্দে মিহাইলোভিচ। এতে করে ম্যাচে ১-১ গোলে সমতা বিরাজ করে।
এরপর ম্যাচটি আবারও মায়ামির আক্রমণ ও জনসনের প্রতিরোধের খেলায় পরিণত হয়। ৬৭তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের গুরুত্বপূর্ণ ক্লিয়ারিং মায়ামিকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করে। ৭৫তম মিনিটে মেসির শট আবারও জনসনের কাছে আটকে যায়।
ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে ৮৩তম মিনিটে, যখন ডি-বক্সের ঠিক বাইরে থেকে মেসির নেয়া ঝড়তোলা ফ্রি-কিকটি জনসন দৃষ্টিনন্দনভাবে পাঞ্চ করে বাইরে পাঠিয়ে দেন। শেষ মুহূর্ত পর্যন্ত চাপ দেয়া সত্ত্বেও মায়ামি আর গোলের সন্ধান পায়নি।
এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি মূল্যবান ২ পয়েন্ট হারালেও, পয়েন্ট টেবিলে তাদের অবস্থানের উন্নতি হয়েছে। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্স টেবিলে তৃতীয় স্থানে চলে এসেছে। অন্যদিকে, গোলরক্ষক শন জনসনের অসামান্য পারফরম্যান্স টরন্টোকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দিতে সক্ষম হয়।
Comments