লম্বা সময়ের জন্য মাঠের বাইরে গাভি

সামনে ব্যস্ত সূচি, তার আগে আরও এক বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা। গত সপ্তাহে ইনজুরির কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফের্মিন লোপেজ। এবার আগে থেকেই ইনজুরিতে থাকা পাবলো গাভিকে দীর্ঘ সময়ের জন্য হারাতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। হাঁটুর চোটে ভুগতে থাকা এই মিডফিল্ডারের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।
বার্সেলোনা গাভির সঠিক পুনর্বাসন সময়সূচি জানায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ২১ বছর বয়সি এই মিডফিল্ডারকে।
চলতি মৌসুমে লিগে গাভি খেলেছেন মাত্র দুটি ম্যাচ। আগস্টে এক অনুশীলন সেশনের সময় হাঁটুতে চোট পান তিনি, এরপর থেকেই মাঠের বাইরে।
গাভির এই চোট বার্সা সমর্থকদের জন্য নতুন আতঙ্কের নাম নয়। এর আগেও ডান হাঁটুর এনাটেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ ১১ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সে সময় ২০২৩-২৪ মৌসুমের একটি বড় অংশই মিস করেন এই মিডফিল্ডার।
ফিট হয়ে ফেরার পর গত মৌসুমে লা লিগায় ২৬ ম্যাচ খেলেছেন গাভি, করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। তবে পরিসংখ্যানের বাইরে গাভির সবচেয়ে বড় অবদান ছিল মাঝমাঠে তার অক্লান্ত পারফরম্যান্স, যা বার্সার শিরোপা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এদিকে গাভিকে সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রেখেছিল স্পেন। তবে ইনজুরির কারণে তিনি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেই যোগ দিতে পারেননি। অক্টোবরে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে যে গাভির মাঠে নামা হচ্ছে না তা এখন অনেকটাই নিশ্চিত।
Comments